মডেম আসলে কি, কি কি কাজে ব্যবহার হয়? | What is a modem, what is it used for?
কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটার ছাড়াও যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হল মডেম । মডেম কি এবং কি কি কাজে ব্যবহার করা হয় তার সারসংক্ষেপ......
মডেম :
অনেকেই এখন ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করে থাকে কিংবা অন্যদের কাজ করতে দেখে থাকে। টেলিফোন লাইনে বা ওয়ারলেস ইন্টারনেট সংযোগের জন্য যে যন্ত্রটি অপরিহার্য সেটা হল মডেল (Modem)। এটি Modulator ও DeModulator শব্দ দুটির সমন্বয়ে গঠিত। মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস এবং এটি ইনপুট-আউটপুট উভয় মোডে কাজ করে। এই যন্ত্রটিকে কম্পিউটারের নেটওয়ার্ক পোর্টে বা USB পোর্টে সরাসরি সংযুক্ত করা হয়।
আরও পড়ুন: রাউটার আসলে কি, তার সুবিধা কি এবং অসুবিধা কি
মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, যাকে বলে মডুলেশন বা অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতকে রুপান্তর করে, যাকে ডিমডুলেশন বলে। প্রেরক কম্পিউটারের সংযুক্ত মডেম কম্পিউটারে সৃষ্ট ডিজিটাল সংকেত কে মডুলেশন করে ট্রান্সমিশন মিডিয়াতে তুলে দেয়, এই কাজে ব্যবহৃত সার্কিটকে বলা হয় ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা DAC।
প্রাপক কম্পিউটারের সংযুক্ত মোডে ট্রান্সমিশন মিডিয়া থেকে প্রাপ্ত অ্যানালগ সংকেত কে ডিমডুলেশন করে কম্পিউটারে প্রেরণ করে, এ কাজে ব্যবহৃত সার্কিটকে বলা হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা ADC। এ জন্য মডেম দিয়ে উভয় দিকে ডেটা প্রেরণ করা যায়।
টেলিফোন লাইনের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করার জন্য এক্সটার্নাল ও ইন্টারনাল এ দুই ধরনের মডেম ব্যবহৃত হতো। যদিও বর্তমানে ইন্টারনেট সংযোগের জন্য টেলিফোন লাইন ব্যবহার করা হয় না বললেই চলে।