ব্লগিং করে টাকা উপার্জন করার জন্য যা যা দরকার | Everything you need to make money blogging

বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা উপার্জন করার অনেক মাধ্যম রয়েছে। তার মধ্য থেকে অন্যতম সেরা এবং সহজ একটি মাধ্যম হলো ব্লগিং। তাই অনেকেই ব্লগিং করে টাকা ইনকাম করার চিন্তা করছেন। কিন্তু, আপনি কি ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব।

ব্লগিং করে টাকা উপার্জন করার জন্য যা যা দরকার | Everything you need to make money blogging

তার আগে জানতে হবে ব্লগ কি। ব্লগ [Blog] হলো একটি ইংরেজি নাম। যার আভিধানিক অর্থ হলো, 'অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা'। অর্থাৎ যেকোনো বিষয় সম্পর্কে অনলাইনে লেখালেখি করা।

ব্লগিং থেকে আয় করার জন্য আগে যা যা আপনার দরকার :-

. আপনার অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ অথবা স্মার্টফোন বা ট্যাব থাকতে হবে।

. সঠিক অক্ষর জ্ঞান থাকতে হবে। আপনি যে ভাষায় ব্লগ লিখবেন যদি আপনার সেই ভাষার সঠিক অক্ষর জ্ঞান না থাকে তাহলে আপনি অনলাইনে সঠিকভাবে ব্লগ লিখতে পারবেন না। আর আপনি যদি সঠিকভাবে ব্লগ না লেখেন তাহলে আপনার ব্লগ কেউ পড়বে না। যদি কেউ ব্লগ না পড়ে তাহলে আপনি ব্লগিং থেকে টাকা উপার্জন করতে পারবেন না। তাই আপনার সঠিক অক্ষর জ্ঞান থাকতে হবে।

. যেকোনো বিষয়ের উপর সঠিক জ্ঞান থাকতে হবে। যদি আপনার কোন বিষয়ের ওপর সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি অনলাইনে সঠিকভাবে ব্লগ লিখতে পারবেন না। এর জন্য আপনাকে যেকোনো বিষয়ের উপর সঠিক জ্ঞান থাকতে হবে এবং আপনি যে ব্লগ লিখবেন সেটা যে পড়বে সে যেন ভালোভাবে পড়তে পারে এবং বুঝতে পারে সেই ভাবে লেখার দক্ষতা থাকতে হবে।

. আপনার ইন্টারনেট সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কারণ, আপনার শুরুতে একটি ওয়েবসাইট দরকার হবে। যদিও ওয়েবসাইট অন্য কারো মাধ্যমে তৈরি করা যায়। কিন্তু, ওয়েবসাইট তৈরি করার পর আপনার সাধারণ অনেক কাজ আছে যেগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি সেগুলো না জানেন তাহলে আপনি সঠিকভাবে ব্লক লিখতে পারবেন না এবং পাবলিশ করতে পারবেন না।

. আপনার একটি ডোমেইন প্রয়োজন হবে। অর্থাৎ আপনার একটি ঠিকানা যে ঠিকানার মাধ্যমে ব্যবহারকারীরা আপনার ব্লগ গুলো খুঁজে পাবে। আপনি অবশ্যই যে বিষয়ে ব্লগিং করবেন সে বিষয় সম্পর্কে একটি ডোমেন কিনার চেষ্টা করবেন।

. আপনার ব্লগ লিখার জন্য একটি ওয়েবসাইট লাগবে। আপনি যে বিষয়ে ব্লগ লিখবেন সে বিষয়ে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এর জন্য আপনি দুইটি উপায়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। সেটা হল :-
১. ব্লগারের মাধ্যমে 
২. ওয়ার্ডপ্রেসের মাধ্যমে
তবে, আপনি যদি ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি গুগলে blogger.com লেখে সার্চ করে সেখানে গিয়ে খুব সহজেই ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে হোস্টিং কিনে তারপর আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে।

সারসংক্ষেপ
এতক্ষণ যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম সেটা হল ব্লগিং সম্পর্কে। অর্থাৎ, আপনি ব্লগিং শুরু করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই, আপনার উপরোক্ত বিষয় সম্পর্কে জানা এবং সঠিক জ্ঞান থাকে তাহলে আপনি ব্লগিং করা শুরু করে দিতে পারেন।
এছাড়া আপনার হোস্টিং দরকার হবে। তবে, আপনি যদি গুগলের blogger.com এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে তাহলে আপনার হোস্টিং দরকার হবে না। কারণ, ব্লগারে আপনাকে 15 জিবি হোস্টিং ফ্রি দিবে। 

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url