জন্ম নিবন্ধন যাচাই এবং ডাউনলোড করার সঠিক নিয়ম | Correct Rules for Verifying and Downloading Birth Registration
জন্ম নিবন্ধন যাচাই বা জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা সেটা যাচাই করা খুবই জরুরী। তার কারণ, বর্তমান সময়ে হাতের লেখা জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য নয়। বর্তমান সময়ে সরকারি অথবা বেসরকারি যে কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন হয় সেখানে অনলাইন জন্ম নিবন্ধন সনদ চেয়ে থাকে।
তাই আপনার এবং আপনার সন্তানের জন্ম নিবন্ধন অনলাইন করা খুবই জরুরী। এখন জন্ম নিবন্ধন থেকে থাকলে তা অনলাইনে আছে কিনা তা যাচাই করার জন্য এবং জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য আপনাকে নিচের কয়েকটি ধাপ ফলো করতে হবে।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই এবং ডাউনলোড করার নিয়ম
- search- everify.bdris.gov.bd এবং সাইটে প্রবেশ
- জন্ম নিবন্ধন নম্বর প্রদান
- জন্ম তারিখ প্রদান
- ক্যাপচা সমাধান
- search বাটনে ক্লিক
- জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
everify.bdris.gov.bd সাইটে প্রবেশ : আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন।
জন্ম নিবন্ধন নম্বর প্রদান : সরকারি everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে যাওয়ার পর শুরুতে আপনাকে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিটের নাম্বারটি দিতে হবে। তবে যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে করা না থাকে তাহলে এটি No Death Record Found দেখাবে। আপনার জন্ম নিবন্ধন অনলাইনে করা থাকলে তাহলে আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
জন্ম তারিখ প্রদান : তারপর আপনি আপনার জন্ম তারিখ প্রদান করবেন। জন্ম তারিখ প্রদানের ক্ষেত্রে শুরুতে আপনার জন্ম সাল লিখবেন, এরপরে মাস, এর পরে দিন লিখবেন। ঠিক এভাবে করে-২০০১/০১/০১
ক্যাপচা সমাধান : এরপর একটি ক্যাপচা দেওয়া থাকবে সেটি পূরণ করবেন।
নিচের ছবিটি ভালোভাবে দেখুন
search বাটনে ক্লিক : এখন আপনি সার্চ বাটনে ক্লিক করে দিবেন। যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে এবং আপনার দেওয়া তথ্য সঠিক হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড : জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য আপনি কীবোর্ড এর Ctrl+P প্রেস (চাপ) করবেন। এরপর আপনার সামনে পিডিএফ (PDF) ফাইলটি ডাউনলোড করার জন্য কিছু অপশন আসবে।
আপনি যেভাবে পিডিএফ (PDF) ফাইলটি ডাউনলোড করতে চান সেভাবে কাস্টমাইজ করে ডাউনলোড করে নিবেন। অর্থাৎ, এখানে পিডিএফ (PDF) ফাইলটি ডাউনলোড করার জন্য কাস্টমাইজের কয়েকটি অপশন পাবেন। সেখান থেকে আপনি সুন্দর ভাবে পিডিএফ (PDF) ফাইলটি কাস্টমাইজ করে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দিলে আপনি যেভাবে কাস্টমাইজ করেছেন ফাইলটি সেভাবেই ডাউনলোড হয়ে যাবে।
সারসংক্ষেপ
উপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হলো জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম। এটি একমাত্র ডিজিটাল জন্ম নিবন্ধনের ক্ষেত্রে। যদি আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল না হয়ে থাকে তাহলে আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিবেন। কারণ, বর্তমান সময়ে ডিজিটাল জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য।