গেটওয়ে কি, তার সুবিধা ও অসুবিধা কি | What is gateway, its advantages and disadvantages
যদি একাধিক নেটওয়ার্কের প্রটোকল ভিন্ন হয় তাহলে তাদের সংযুক্ত করতে রাউটারের চেয়ে বুদ্ধিমান একটি ডিভাইস প্রয়োজন হয়, যাকে বলা হয় গেটওয়ে।
গেটওয়ে একই বা ভিন্ন ভিন্ন প্রটোকলবিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান-প্রদানের সুযোগ করে দেয়। গেটওয়ে PAT (Protocol Address Translation) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে।
আরও পড়ুন: নেটওয়ার্ক টপোলজি কাকে বলে এবং কি কি
আরও পড়ুন: রাউটার আসলে কি, তার সুবিধা কি এবং অসুবিধা কি
গেটওয়ের সুবিধা :
১. গেটওয়ে ডাটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমায় ।
২. ডাটা ফিল্টারিং করা সম্ভব হয়।
৩. ভিন্ন ভিন্ন প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।
গেটওয়ের অসুবিধা :
১. গেটওয়ের দাম অপেক্ষাকৃত বেশি।
২. এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল।